বাংলার খবর২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফর নিয়ে প্রবাসীসহ সবার প্রত্যাশা ছিল শ্রমবাজার উন্মুক্তের বিষয়টি। তবে নারী গৃহকর্মী নেয়ার বিষয়ে সরকার একটি চুক্তি করলেও প্রবাসীরা বলছেন তাদের প্রকৃত সমস্যার সমাধান হয়নি। বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার খুলে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সফরে তারা কোনো আশার আলো দেখতে পাননি।
যদিও আরব আমিরাতে শ্রম বাজার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র সচিব শহিদুল ইসলাম।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মখতুম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক চুক্তি এবং দণ্ডপ্রাপ্ত বন্দিদের বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বৈঠকে ভিসার বিষয় আলোচনায় আসলে ইউএই প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সমস্যার সমাধানে কাজ করে যাবে।
এজন্য শ্রমবাজার ইস্যুতে প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর ব্যর্থ হয়েছে কি না এ নিয়ে সংশয়ে আছেন প্রবাসীরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান