বাংলার খবর২৪.কম : রাঙ্গামাটি শহর থেকে সেনাবাহিনীর তৈরিকৃত নতুন পোশাক ও থান কাপড়সহ আব্দুল খালেক (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। তিনি সেই শহরের রিজার্ভ বাজারের আল-মোবা হোটেল সংলগ্ন সৈনিক স্টোরের মালিক।
সোমবার বেলা ৩ টার সময় আটক করেছে গোয়েন্দা সংস্থার লোকজন। খালেক শহরের রিজার্ভ বাজারের স্থায়ী বাসিন্দা।
তিনি দীর্ঘদিন শহরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংস্থার ব্যবহার্য পুরাতন ও নতুন পণ্য সামগ্রীর ব্যবসা করে আসছে।
গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী সূত্র জানায়, চট্টগ্রামের একটি আস্তানা থেকে সেনাবাহিনীর নিজস্ব পোশাকের একটি চালান রাঙ্গামাটিতে পাহাড়িকা পরিবহনে আনা হচ্ছে। এমন সংবাদ পায় রাঙ্গামাটি শহরে কর্মরত নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সূত্র। পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা শহরের রিজার্ভ বাজারস্থ নতুন বাস স্টেশন এলাকায় এসে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা পরিবহন থেকে আব্দুল খালেককে দু’টি বস্তাসহ আটক করে। পরে বস্তা খুলে দেখা যায় সেনাবাহিনীর ১৩ পিছ নতুন ও পুরাতন ৩ পিচ পোশাক ও ৩০ হাত নতুন থান কাপড় পাওয়া যায়।
এদিকে উদ্ধারকৃত কাপড়সহ আটক খালেককে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার এক উর্ধ্বতন কর্মকর্তা।
কোতয়ালী থানার এসআই আনোয়ার হোসেন জানান, আমাদের জব্দ তালিকা অনুসারে উদ্ধারকৃত কাপড়গুলোসহ আটক খালেককে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান