অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মুশফিক

বাংলার খবর২৪.কম mushiq...1_55862: মিরপুর টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টার্গেট ছিলো মাত্র ১০১ রান। কিন্তু শূণ্য রানে তিনটি এবং এক সময় মাত্র ৬২ রান তুলতেই ছয়টি উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তবে এই অবস্থার পরও জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেছেন, কখনো মনেই হয়নি যে ম্যাচটা আমরা হারতে পারি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় নিশ্চিত করে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা বলেন মুশফিক। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক ম্যাচটা অনেক কঠিন ছিলো। তবে, আমার কখনই মনে হয়নি যে আমরা ম্যাচটা হারতে পারি।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রথম দিকে হয়তো কঠিন ছিল। কিন্তু রিয়াদ ভাই তারপর আমি যখন খেলছিলাম তখন মনে হয়নি আমরা হারতে পারি। চা বিরতির পর একটা পরিকল্পনা ছিলো আমরা কমপক্ষে ২০ রানের জুটি করব, তাহলে আর ১৫-১৬ রান লাগবে। আমাদের মেইন লক্ষ্য ছিল ১৫ রানের একটা জুটি। তারপর রিয়াদ ভাই ও শুভাগত দ্রুত ফিরলেও শাহাদাত উইকেটে এসে আত্মবিশ্বাসের সঙ্গে কয়েকটা ভাল ডিফেন্স করল , বল ছেড়ে দিল, রান বের করছিল। তখনও আমার আত্মবিশ্বাস ছিল ও আউট হলেও তাইজুল আছে। তার (তাইজুলের) ওপর আমার বিশ্বাস ছিল। এবং ও (তাইজুল) যখন এসে আমাকে বলল ভাই এই উইকেটে ইনশাল্লাহ আমি পারব শেষ পর্যন্ত। তার আত্মবিশ্বাস থেকে আমার কখনও মনে হয়নি আমরা হারতে পারি।’

অনেকদিন পর টেস্ট জিতলো বাংলাদেশ। এটা আনন্দদায়কই হওয়ার কথা, কিন্তু এভাবে জয় কতটা স্বস্তি¡কর- এমন প্রশ্নে মুশফিক বলেছেন, ‘টেস্ট ম্যাচ জয় এটা একটা বিশাল ব্যাপার। বিশেষ করে আমাদের মত দলের জন্য। সব সময় এমন সুযোগ আসে না। এই বছর অনেকগুলো ম্যাচ আমরা খুব ক্লোজে গিয়ে হেরে গেছি। আমাদের একটা জয় খুব প্রয়োজন ছিল। হয়তো এভাবে হওয়াটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। কিন্তু এটা ক্রিকেট। ওরা অনেক ভাল বল করেছে। আমার মনে হয় কিছু জায়গা ছিল আমাদের ব্যাটসম্যানদের ইমপ্রুভ করলে এটা হয়তো আরও সহজ হতে পারত। দিনশেষ জয় জয়ই।’

টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ পারফর্ম করেছেন তাইজুল ইসলাম। এ বিষয়ে কি বলবেন- এই প্রশ্নে মুশফিক বলেছেন, ‘তাইজুল শেষ ২-৩ মাস অনেক কষ্ট করছে। ওর মধ্যে ক্ষুর্ধাত ভাবটা অনেক বেশি আছে, এটাই একটা বড় বিষয় তার সফলতার পেছনে। আর যেটা আমি বলি বোলিং শুধু একজন করলেই হয় না। ওর ক্রেডিটতো অবশ্যই আছে। তবে ওকে দারুন সাপোর্ট দিয়েছে সাকিব-যুবায়ের-শাহাদাত। আমার মনে হয় এটা একটা টোটাল টিম ওয়ার্ক।’

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মুশফিক

আপডেট টাইম : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম mushiq...1_55862: মিরপুর টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টার্গেট ছিলো মাত্র ১০১ রান। কিন্তু শূণ্য রানে তিনটি এবং এক সময় মাত্র ৬২ রান তুলতেই ছয়টি উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তবে এই অবস্থার পরও জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেছেন, কখনো মনেই হয়নি যে ম্যাচটা আমরা হারতে পারি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় নিশ্চিত করে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা বলেন মুশফিক। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক ম্যাচটা অনেক কঠিন ছিলো। তবে, আমার কখনই মনে হয়নি যে আমরা ম্যাচটা হারতে পারি।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রথম দিকে হয়তো কঠিন ছিল। কিন্তু রিয়াদ ভাই তারপর আমি যখন খেলছিলাম তখন মনে হয়নি আমরা হারতে পারি। চা বিরতির পর একটা পরিকল্পনা ছিলো আমরা কমপক্ষে ২০ রানের জুটি করব, তাহলে আর ১৫-১৬ রান লাগবে। আমাদের মেইন লক্ষ্য ছিল ১৫ রানের একটা জুটি। তারপর রিয়াদ ভাই ও শুভাগত দ্রুত ফিরলেও শাহাদাত উইকেটে এসে আত্মবিশ্বাসের সঙ্গে কয়েকটা ভাল ডিফেন্স করল , বল ছেড়ে দিল, রান বের করছিল। তখনও আমার আত্মবিশ্বাস ছিল ও আউট হলেও তাইজুল আছে। তার (তাইজুলের) ওপর আমার বিশ্বাস ছিল। এবং ও (তাইজুল) যখন এসে আমাকে বলল ভাই এই উইকেটে ইনশাল্লাহ আমি পারব শেষ পর্যন্ত। তার আত্মবিশ্বাস থেকে আমার কখনও মনে হয়নি আমরা হারতে পারি।’

অনেকদিন পর টেস্ট জিতলো বাংলাদেশ। এটা আনন্দদায়কই হওয়ার কথা, কিন্তু এভাবে জয় কতটা স্বস্তি¡কর- এমন প্রশ্নে মুশফিক বলেছেন, ‘টেস্ট ম্যাচ জয় এটা একটা বিশাল ব্যাপার। বিশেষ করে আমাদের মত দলের জন্য। সব সময় এমন সুযোগ আসে না। এই বছর অনেকগুলো ম্যাচ আমরা খুব ক্লোজে গিয়ে হেরে গেছি। আমাদের একটা জয় খুব প্রয়োজন ছিল। হয়তো এভাবে হওয়াটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। কিন্তু এটা ক্রিকেট। ওরা অনেক ভাল বল করেছে। আমার মনে হয় কিছু জায়গা ছিল আমাদের ব্যাটসম্যানদের ইমপ্রুভ করলে এটা হয়তো আরও সহজ হতে পারত। দিনশেষ জয় জয়ই।’

টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ পারফর্ম করেছেন তাইজুল ইসলাম। এ বিষয়ে কি বলবেন- এই প্রশ্নে মুশফিক বলেছেন, ‘তাইজুল শেষ ২-৩ মাস অনেক কষ্ট করছে। ওর মধ্যে ক্ষুর্ধাত ভাবটা অনেক বেশি আছে, এটাই একটা বড় বিষয় তার সফলতার পেছনে। আর যেটা আমি বলি বোলিং শুধু একজন করলেই হয় না। ওর ক্রেডিটতো অবশ্যই আছে। তবে ওকে দারুন সাপোর্ট দিয়েছে সাকিব-যুবায়ের-শাহাদাত। আমার মনে হয় এটা একটা টোটাল টিম ওয়ার্ক।’