
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর (ভালনেরাবল গ্রুপ ফিডিং) ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ৬জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি কর্মী ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্ব কয়েকজন নেতাকর্মী বড়বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যেক জনপ্রতিনিধিদের কাছে ১০ কেজি চালের স্লিপ দাবি করেন। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতাকর্মী ক্ষুদ্ধ হয়ে বিএনপি নেতার ছেলে আরিফুল ইসলামের সমালোচনা করেন। পরে বিষয়টি নজির হোসনের ছেলে জানতে পারে এবং সন্ধ্যায় বড়ভিটা বাজারে এসে বিএনপির এক কর্মীকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে মান্নান গ্রুপের নেতাকর্মী ও নজির গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতরা হলেন হাফিজুর রহমান (৪২), মুসা মিয়া (২৭), শাহারুল ইসলাম (৫০), মোকছেদুল হক (৪৫), বাবু মিয়া (৪০) ও আব্দুল জলিল (৪৬)। তাদের সকলের বাড়ি বড়ভিটা গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক বড়ভিটা ইউনিয়ন পরিষদের এক সদস্য ডেইলি স্টারকে বলেন, ভিজিএফ হলো দরিদ্রদের জন্য। দরিদ্র পরিবারের লোকজনকে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল দেওয়া হয়। বিএনপির লোকজন গরীবদের চালে ভাগ বসাতে চাচ্ছেন। এখনো ভিজিএফ চাল বিতরণ করা হয়নি। আগামি ২-৩ দিনের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একনো কোন পক্ষই অভিযোগ করেনি।