
আসন্ন ঈদে পূর্নাঙ্গ ঈদ উৎসব, সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)।
আজ শনিবার ১৫ মার্চ শনিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নং ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সময় এ দাবি করেন সংগঠনের বক্তরা।
বিএমজিটিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ও মহাসচিব মোঃ ফিরোজ আলম উপস্থিত থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও শতাধিক অসহায় মানুষের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময়ে এমপিও ভুক্ত শিক্ষকদের বিভিন্ন বৈষম্যর কথা তুলে ধরে বক্তরা বলেন শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আসন্ন ঈদেই পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী, আবদুস সাকুর, সহ-সভাপতি ফজলু রহমান, আব্দুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, রেজাউল হক, রফিকুল ইসলাম,আলাউদ্দিন, আরমান শাহজাদা, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।