লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মেয়েকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ করেছেন দিনমজুর বাবা।
বৃহস্পতিবার (১৩ মার্চ)ভুক্তভোগী ওই বাবা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের কাছে কোর্ট ফি সংবলিত একটি লিখিত অভিযোগ করেন। এর অনুলিপি আদিতমারীর উপজেলা মাধ্যমিক অফিসার, নির্বাহী অফিসার সহ জেলা মাধ্যমিক অফিসারের কাছেও দিয়েছেন। এরপর থেকে ওই অধ্যক্ষ তার রেগুলার ফোন বন্ধ রেখে অন্য নম্বর ব্যবহার করছেন।বাড়িতে,অফিসে কোথায় পাওয়া যাচ্ছে না।
লিখিত অভিযোগে ওই মেয়ের বাবা বলেন, তিনি একজন দিনমজুর। তার মেয়ে অধ্যক্ষের কাছে এইসএসসি পরিক্ষার ফরম পূরণের অর্থ কমানোর জন্য যায়। অধ্যক্ষ রবিউল আলম মেয়েটির কথা শোনার পর অধ্যক্ষের মোবাইল ফোনে কথা বলতে বলেন। মেয়েটি তার পরিবারের সদস্যদের সামনে ৯ মার্চ মোবাইলের লাউড স্পিকার অন করে কথা বলেন। এমন সময় অধ্যক্ষ রবিউল আলম রাতে কথা বলতে বলেন। মেয়ে হয়ে রাতে দেখা করা সম্ভব নয় জানালে অধ্যক্ষ বলেন "তাহলে এখুনি দেখা করা উচিত, আমি রোজা নাই"। এর পরদিন মেয়েটি কলেজে গেলে অধ্যক্ষ রবিউল আলম কলেজের প্রদর্শক মাইদুল ইসলামকে মেয়েটি উদ্যেশ্যে করে বলেন "এই মেয়েটিকে একটি কথা বলেছি, মেয়েটি তাতেই ভয় পেয়েছে"।
এ বিষয়ে অধ্যক্ষ রবিউল আলম বলেন, আমি সাহিত্যের ভাষায় মেয়েটির সাথে কথা বলিনি। গ্রাম্য ভাষায় কথা বলেছি। এতেই সমস্যা হয়েছে। আর আমাদের স্কুলটি নিয়ে অনেক রাজনৈতিক পক্ষ-বিপক্ষ কাজ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন জাকির হোসেন বলেন, আমরা অভিযোগের অনুলিপি পেয়েছি, অভিযোগটি ডিসি বরাবর করা হয়েছে। তাই ডিসির কাছ থেকেই সিদ্ধান্ত আসবে।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, অভিযোগটি আমি পুলিশ সুপারকে দিয়েছি। পুলিশের পক্ষ থেকে তদন্ত করবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান