সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর থানার মামলা নং-০৬ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২১, জিআর নং - ৪০/২১ এর পলাতক আসামী শ্রী জয় সরকার, বগুড়া জেলার শেরপুর থানাধীন মজনু জুট মিল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে আসামী'কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র্যাব-১২ মহোদয় এর দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৪ মার্চ ২০২৫ ইং ১৫.৫০ ঘটিকায় বগুড়া জেলার শেরপুর থানাধীন মজনু জুট মিলের সামনে অভিযান পরিচালনা করে ০৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শ্রী জয় সরকার, পিতা- মৃত গনেশ সরকার, সাং- শ্রীরামপুর পাড়া থানা-শেরপুর, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শ্রী জয় সরকার মামলার রায় প্রকাশের পর সাজা হতে পরিত্রাণ পেতে দীর্ঘ দিন স্থানীয় আত্মীয় স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান