বাংলার খবর২৪.কম : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির লেনদেনের সেটেলমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সিডিবিএল (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) এর কেন্দ্রীয় সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় ট্রেড সেটেলমেন্ট না করতে পেরে সমস্যায় পড়েছে ব্রোকারেজ হাউসগুলো।
বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এ সমস্যার কোন সমাধান না হওয়ায় সিকিউরিটিজ হাউসগুলোকে ভোগান্তি পোহাতে হয়েছে। একাধিক ব্রোকারেজ হাউসে খোঁজ নিয়ে জানা যায়, সেটেলমেন্ট করতে না পেরে কর্মকর্তাদের নির্দিষ্ট কর্মঘণ্টার পরও অফিসেই থাকতে হয়েছে।
তবে রাত ৯টায় সার্ভার সমস্যা ঠিক করে সিডিবিএল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত তিন মাসে দুইবার এ ধরনের সমস্যা হল সিডিবিএলে। চলতি বছরের আগস্ট মাসেও এ সমস্যা হয়েছিল। তখনও গভীর রাত পর্যন্ত সেটেলমেন্ট করতে পারেনি সিডবিএল কর্তৃপক্ষ। সর্বশেষ গত এক বছর আগে সার্ভার সমস্যায় পরেছিল সিডিবিএল। সারারাত কাজ করেও সমস্যা সমধান করতে পারেনি তারা। বাধ্য হয়ে পরের দিন শেয়ার লেনদেন বন্ধ করতে হয়েছিল দুই স্টক এক্সচেঞ্জকে।