
রশিদুল ইসলাম(নিজস্ব)সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী কর্তৃক ছিট জমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার সম্মানিত আমির সোহেল রানা। তিনি তার বক্তব্যে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাস। এই মাসে আমরা যেন আরও বেশি করে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।” তিনি আরও যোগ করেন, “ইফতার ও দোয়া মাহফিলের মতো সামাজিক আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউরা ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে শিক্ষা ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমাদের উচিত শিক্ষার প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো এবং শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা।
বাউরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহিনুর আলম ও সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা সামাজিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের প্রচারে সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলের সফলতা নিশ্চিত করেন।