পারভেজ বিন হাসান : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে জনগণই তাদের গণধোলাই দেবে। তাই এখন তাদের ভরসা বিরোধীদলকে মামলা, খুন, গুম করে ক্ষমতায় টিকে থাকা।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দুদক সম্পর্কে তিনি বলেন, দুদক তাদের দায়মুক্তির সার্টিফিকেট দিয়ে নিজেরাই দুর্নীতি করছে। জনগণের সম্পদ লুট করার দায় তাদের নিতে হবে এবং সাজা ভোগ করতে হবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনের নামে আওয়ামী লীগ তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়। তাদের হাতে এই দেশ কখনই নিরাপদ নয়।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর তাদেরকে ১০ মাস সময় দিয়েছি। কারণ তারা বলেছিল এটি সংবিধান রক্ষার নির্বাচন। কিন্তু তারা এখন বলছে ২০১৯ সালের আগে আর কোনো নির্বাচন নয়।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ কর। আমরা ওইক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে আওয়ামী লীগ একঘরে হয়ে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান