বাংলার খবর২৪.কম : লক্ষ্মীপুরের রায়পুরে পিতার দায়ের করা অপহরণ মামলায় আদালতে আত্মসমর্পণের পর অপহৃত কলেজ ছাত্রী মেধা সাহা লোপাকে (১৯) কারাগারে পাঠিয়েছেন আদালত।
নিখোঁজের ৯ দিন পর সোমবার লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হলে আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
কলেজ ছাত্রী মেধা সাহা লোপা আদালতকে বলেন, ‘কেউ আমাকে অপহরণ করেনি। আমি প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছি।’
পুলিশ জানায়, মেধা সাহা লোপার বাবা রায়পুর শহরের ব্যবসায়ী লিটন সাহা বাদী হয়ে দোলন কুট্টিসহ ৬ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ জীবন কুট্টি নামের একজনকে গ্রেফতার করে।
উল্লেখ্য ১৯ অক্টোবর দুপুরে রায়পুর সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে লোপাকে অপহরণ করে অভিযুক্তরা অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এদিকে কলেজ ছাত্রী লোপা আদালতের বারান্দায় সাংবাদিকদের বলেন, ‘আমি স্ব-ইচ্ছায় ঘর ছেড়েছি। প্রেমিক দোলনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। কেউ আমাকে অপহরণ করেনি। আমার বাবা মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীর পরিবার ও আমাকে হয়রানি করছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই ফোরকান বলেন, লোপা আদালতে হাজির হয়েছে বলে জানতে পেরেছি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান