
( বগুড়া) প্রতিনিধি: সৌদি বাদশা সালমান ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ঢাকার আয়োজনে বগুড়ায় ৯শতাধিক অসহায় মানুষের মাঝে ২৪কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার বর্তমান সচিব ডঃ ফরিদুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক সহযোগিতায় রবিবার বিকালে গাবতলীর পদ্মপাড়াতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। অপর দিকে বগুড়ার শহরের খান্দার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ও শহরের ভাটকান্দি এলাকায় এই খাদ্য উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর দিনকাল বগুড়া অফিস প্রধান কালাম আজাদ। বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, সুনবুলাহ্ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের প্রজেক্ট অফিসার মাহবুবুর রহমান ও মোঃ স্বাধীন হোসেন, তারিকুল ইসলাম অরেঞ্জ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক রাশেদুজ্জামান পিয়াস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। সেই থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য চলমান রেখেছেন। বাংলাদেশে থেকে গিয়ে সৌদিতে কাজ করছে হাজার হাজার শ্রমিক। আগামীতে বাংলাদেশের মানুষের জন্য আরোও অনেক কাজ করবে সৌদি সরকার।