
হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা আহত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষকে মারধর করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামের এক জনের বিরুদ্ধে। এতে ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আমজাদ হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত নবী উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর স্ত্রী রাজিয়া সুলতানা (৫০), মোহাম্মদ আলীর মেয়ে মাহমুদা (৩০), মারুফা বেগম (২৭), মাসুদা (২৫), মাসুমা (২২), মোহাম্মদ আলীর জমজ ছেলে আব্দুল্লাহ (২০), সাইফুল্লা (২০), রাজু (৩২), পশ্চিম বেজগ্রামের মৃত ইছামুদ্দিনের ছেলে আঃ রশিদ (৪৫), দক্ষিণ গড্ডিমারীর সুফিয়া (২৫), বড়খাতার মৃত আব্বাস আলীর স্ত্রী খোতেজা বেগম (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের পৈত্রিক ও নিজ ভোগ দখলীয় জমি নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে একটি দোচালা টিনের ঘর, একটি দোচালা খড়ের রান্না ঘরসহ সুপারি ও কলাগাছ রয়েছে। পূর্বের বিরোধের জের ধরে গতকাল বিকেলে মোহাম্মদ আলী ও তার লোকজন ওই জমি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ওই জমি থেকে আমজাদ হোসেনকে বের হয়ে যেতে বলেন। এতে তিনি বের না হলে মোহাম্মদ আলীর হুকুমে তার লোকজন বাঁশের লাঠি, লোহার রড দিয়ে আমজাদ হোসেন ও তার স্ত্রী রহেতন নেছা, ছেলে আমির হোসেন ও পুত্রবধূ হামিদা বেগমকে এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। ওই সময় হামিদা বেগমের কাছ থেকে তার পাঁচ বছরের ছেলেকে কেড়ে নিয়ে মারধর করেন। এমতাবস্থায় মোহাম্মদ আলী ও আঃ রশিদ মিলে আমজাদ হোসেনের স্ত্রীর মাথার চুলের মুঠি ধরে পরনের কাপড় বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে এঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, মারধরের ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।