বাংলার খবর২৪.কম : ফেনী শহরের পাঠানবাড়ী রোডের মহিলা মাদরাসা সংলগ্ন একটি ভবন থেকে প্রায় ৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার রাতে এ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় দুটি কম্পিউটার ও পাঁচটি মেশিন উদ্ধার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মহিলা মাদরাসা সংলগ্ন নাসরিন ভবন নামের একটি বিল্ডিংয়ে অভিযান চালায়।
এসময় পুলিশ ওই বাসা থেকে ভিওআইপি সরঞ্জামসহ আবদুর রহিম মানিক ও মো. হারুন নামের দুইজনকে আটক করে। রহিম দাগনভূঞা উপজেলার বারাহিগুনী ও মানিক কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
ফেনী মডেল থানায় ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান