
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার রাস্তা সংস্কারের দাবিতে লালমনিরহাটের উত্তর সাপটানা বটতলা মন্দির টু মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সকল স্তরের সুবিধাবঞ্চিত এলাকাবাসী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের সকল স্তরের সুবিধাবঞ্চিত জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বিশিষ্ট চাউল কল ব্যবসায়ী মোঃ সামছুল হক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাটিবাড়ী অটোরিকশা চালক সমিতির সভাপতি সতেন্দ্র নাথ বর্মন, পথচারী কাজু মোল্লা, মোগলহাট ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ নুরনবী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সভাপতি ময়েন উদ্দিন ময়েন, মোগলহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ শুকুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী, পল্লী চিকিৎসক মোঃ আয়নাল হক, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক প্রমুখ। এ মানববন্ধনে যোগ দেন ১নং মোগলহাট ইউনিয়নের কর্ণপুর, কুরুল, বুমকা, দুড়াকুটি, ইটাপোতা, খারুয়া, ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা এলাকার স্থানীয় ১হাজারের অধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে।
এই রাস্তা এলাকায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদরাসা রয়েছে। সে সকল বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এ রাস্তা দিয়ে প্রতিদিন ২০হাজারের অধিক মানুষ চলাচল করে। যা এখন অনুপযোগী হয়ে পড়েছে।
২০২১ সালে “ঘূর্ণিঝড় আম্ফান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্প”-এর আওতায় ৮কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ১২ফুট থেকে ১৮ফুট পর্যন্ত প্রশস্ত করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। ৬কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বেলাল কনস্ট্রাকশন ও হামিদ ট্রেডার্স। পরে রাস্তাটি পুর্ণসংস্কার কাজ শুরু হয়। কিছু দিন এ সংস্কার কাজ চলার পর কি অদৃশ্য কারনে তা বন্ধ হয়ে যায়। তবে ৩বছর পেড়িয়ে গেলেও কাজের গতি এতটাই ধীর যে, এখনও প্রকল্পটি অসম্পূর্ণ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
মানববন্ধনে এলাকাবাসী মোঃ ফরহাদ হোসেন বলেন, সামনে বর্ষার সময় এই সকল খানা-খন্দকে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। কোনো রোগী চিকিৎসার জন্য লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হতে পারে। তাই লালমনিরহাটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের জন্য এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ৩বছর ধরে এই অবস্থা। বর্ষায় কাদা, শুষ্ক মৌসুমে ধুলোতে যাতায়াত কষ্টকর।
গাড়িচালক/রিকশাচালকরা সতেন্দ্র নাথ বর্মন বলেন, গাড়ি নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় যানবাহন বিকল হয়ে যায়, তখন যাত্রীদের নামিয়ে নিতে হয়।
স্থানীয়রা আরও বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার কাজের ধীরগতির কারণে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষি পণ্য ও রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন বলেন, কাজটি দ্রুত শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি দ্রুত ব্যবস্থা নিতে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কাওছার আলম বলেন, আহবানকৃত ট্রেন্ডারটি বাতিল করণ কার্যক্রম চলমান রয়েছে। পুর্ণরায় মূল্যায়নসহ ট্রেন্ডার আহবান করা হবে। তিনি আর কিছু বলতে রাজি হননি।
উল্লেখ্য যে, ৩বছরের বেশি সময় ধরে অসমাপ্ত লালমনিরহাটের উত্তর সাপটানা বটতলা মন্দির টু মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড সড়ক সংস্কার প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ না করলে জনদুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।