
মোঃ জান্নাতুল নাঈম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ, এসএসসি/২৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ-সময় তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না। সৃষ্টিকর্তা যদি আমাকে কখনো সেই সুযোগ দেন তাহলে আমি সেই সমাজ বিনির্মাণ করবো। এসময় শিক্ষার্থীদের মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে বলেও শিক্ষকদের উদ্দেশ্যে আহবান জানান তিনি।
নবীন বরণ, এসএসসি/২৪ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের প্রকল্প পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম, হাতীবান্ধা উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।