
নিজস্ব সংবাদদাতা
মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্ত দানে, মানবতার টানে ভয় নেই রক্ত দানে এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রামে রক্ত কনিকা স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত।
আজ (২২ ফ্রেব্রুয়ারি) শনিবার সকালে উপজেলার অডিটোরিয়াম হলে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের (পাটগ্রাম-হাতীবান্ধা) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম রাজু , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা মোঃ শিহাব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমান,আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর শাখার জামায়াতের আমির সোহেল রানা, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমির মোঃ সোয়াইব আহমেদ, পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সাংবাদিক সহ স্বেচ্ছাসেবীর সদস্যবৃন্দ