বাংলার খবর২৪.কম : মৌলভীবাজার জেলা প্রশাসনের গাড়িচালক ও উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ চার মাদকসেবী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়।
রোববার রাত ১০টায় অভিযান শুরু করে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শহরের আরামবাগ এলাকার হিরোইন ব্যবসায়ী শামসুল হক জুয়েল (৩৫) এর বাসা থেকে ৬৫০ পিস ইয়াবা, একশ’ পুরিয়া হিরোইন, গাঁজা, আড়াইশ পিস নীল ছবির সিডি, দেশীয় অস্ত্র, সিসি টিভি, হার্ডডিস্ক, আটটি মোবাইল সেটসহ হাতেনাতে তাদের আটক করেছে ডিবি ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
আটককৃতরা হলো- আরামবাগ এলাকার মাসুক মিয়ার ছেলে মুরাদ আলী মিলন (২৯), সদর উপজেলার আমতৈল গ্রামের নিতেশ দে এর ছেলে সুজিত দে (৪৮), জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আলাউর রহমানের ছেলে সাহাদাত রহমান (৪৮), একই গ্রামের বাসিন্দা ও জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মুমিত আশুকের ছেলে এম এ সায়েম (২৪) ও জামালপুর জেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর গাড়িচালক শহিদুল ইসলাম (২৮)।
আটককৃত পাঁচ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে, অস্ত্র আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিরাজুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক ও ডিবি ওসি সালেহ উদ্দিন আহমদ ফোর্সসহ রাত ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান