অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

বরগুনায় নিষ্ঠুর হত্যাকাণ্ড: হত্যা শেষে থানায় স্বামীর আত্মসমর্পণ

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার কলেজ রোডে স্ত্রীকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী আবুল কালাম (৩৫)।রোববার(১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭ টার দিকে বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্বর্ণালঙ্কার তৈরি করা নিয়ে পারিবারিক কলহের জেরে বরগুনায় স্ত্রী আসমা আক্তার পুতুলকে (৩০) কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন স্বামী।

পারিবারিক কলহে প্রায় সংসারে ঝগড়া লেগে থাকতো। তার অবসান ঘটেছে আসমা আক্তার পুতুলকে হত্যার মাধ্যমে।নিহত আসমা আক্তার পুতুল ৬নং কাজিরাবাদ ইউনিয়ন বকুলতলী গ্রামের মৃত মো. ইউনুস হাওলাদারের মেয়ে। ২০১৩ সালে পূর্বালী ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি করে। ২০০৮ সালে ইসলামি শরিয়াত মোতাবেক তাদের বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাহাদের ০২টি সন্তান আছে। মোসা. রাকা মনি(১৩) ও মো. রাফি(৪)।

কালামের বাড়ির মালিক মো. রাসেল বলেন, পুতুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে আমিও ঘটনার বিষয় জানিয়েছিলাম।
এক বছরের বেশি সময় ধরে কালাম তার স্ত্রী সন্তানদের নিয়ে আমার বাসায় ভাড়া থাকতেন। তবে আমি তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলহ দেখতে পাইনি। এমনকি প্রতিবেশী যারা আছে তারাও দেখেনি। রাতে প্রতিবেশীদের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে বাসায় এসে দেখি আসমা আক্তারকে মেরে আহত করে ঘর থেকে কালাম চলে গেছে।

আসমার খালাতো ভাই আল-আমীন বলেন, প্রায় শুনতাম পারিবারিক কোন্দল। খবর শুনে বাড়ি থেকে ছুটে আসি,আসার পর দেখি মাটিতে নিথর দেহ পড়ে আছে। পরবর্তীতে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসি। আমার বোনের হত্যার বিচার চাই।

আসমার মেয়ে রাকা মনি বলেন, বাবা আমাকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পরিয়ে দেয়। লোকজন এসে আমাকে উঠায়। উঠে দেখি আমার মায়ের দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এলাকার লোকজন হাসপাতাল নিয়ে আসে।

নিহতের বড় মেয়ে রাকা আরও জানিয়েছে, স্বর্ণের রুলি বানানোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই তর্কাতর্কি চলে আসছিলো তার বাবা-মায়ের মধ্যে।

পূবালী ব্যাংক, বরগুনা শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসাইন বলেন, আছমা আক্তার খুবই ভালো একজন স্টাফ ছিল তাদের। রোববার অফিস করে সন্ধ্যার পরে ব্যাংক থেকে বাসায় ফিরে গেছেন। তার কিছুক্ষণ পরেই এমন ঘটনা শুনতে পাই।

এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আবুল কালাম নিজের স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফ্লোরে পড়ে থাকা আহত অবস্থায় আসমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও আবুল কালামকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, স্ত্রীর চাকরির বেতন না দেয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘাতক স্বামী আবুল কালাম বর্তমানে ট্রমাটাইজড অবস্থায় থাকায় এই মুহূর্তে বেশি কিছু জিজ্ঞাসাবাদ করা যাচ্ছেনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

বরগুনায় নিষ্ঠুর হত্যাকাণ্ড: হত্যা শেষে থানায় স্বামীর আত্মসমর্পণ

আপডেট টাইম : ১২:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার কলেজ রোডে স্ত্রীকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী আবুল কালাম (৩৫)।রোববার(১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭ টার দিকে বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্বর্ণালঙ্কার তৈরি করা নিয়ে পারিবারিক কলহের জেরে বরগুনায় স্ত্রী আসমা আক্তার পুতুলকে (৩০) কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন স্বামী।

পারিবারিক কলহে প্রায় সংসারে ঝগড়া লেগে থাকতো। তার অবসান ঘটেছে আসমা আক্তার পুতুলকে হত্যার মাধ্যমে।নিহত আসমা আক্তার পুতুল ৬নং কাজিরাবাদ ইউনিয়ন বকুলতলী গ্রামের মৃত মো. ইউনুস হাওলাদারের মেয়ে। ২০১৩ সালে পূর্বালী ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি করে। ২০০৮ সালে ইসলামি শরিয়াত মোতাবেক তাদের বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাহাদের ০২টি সন্তান আছে। মোসা. রাকা মনি(১৩) ও মো. রাফি(৪)।

কালামের বাড়ির মালিক মো. রাসেল বলেন, পুতুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে আমিও ঘটনার বিষয় জানিয়েছিলাম।
এক বছরের বেশি সময় ধরে কালাম তার স্ত্রী সন্তানদের নিয়ে আমার বাসায় ভাড়া থাকতেন। তবে আমি তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলহ দেখতে পাইনি। এমনকি প্রতিবেশী যারা আছে তারাও দেখেনি। রাতে প্রতিবেশীদের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে বাসায় এসে দেখি আসমা আক্তারকে মেরে আহত করে ঘর থেকে কালাম চলে গেছে।

আসমার খালাতো ভাই আল-আমীন বলেন, প্রায় শুনতাম পারিবারিক কোন্দল। খবর শুনে বাড়ি থেকে ছুটে আসি,আসার পর দেখি মাটিতে নিথর দেহ পড়ে আছে। পরবর্তীতে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসি। আমার বোনের হত্যার বিচার চাই।

আসমার মেয়ে রাকা মনি বলেন, বাবা আমাকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পরিয়ে দেয়। লোকজন এসে আমাকে উঠায়। উঠে দেখি আমার মায়ের দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এলাকার লোকজন হাসপাতাল নিয়ে আসে।

নিহতের বড় মেয়ে রাকা আরও জানিয়েছে, স্বর্ণের রুলি বানানোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই তর্কাতর্কি চলে আসছিলো তার বাবা-মায়ের মধ্যে।

পূবালী ব্যাংক, বরগুনা শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসাইন বলেন, আছমা আক্তার খুবই ভালো একজন স্টাফ ছিল তাদের। রোববার অফিস করে সন্ধ্যার পরে ব্যাংক থেকে বাসায় ফিরে গেছেন। তার কিছুক্ষণ পরেই এমন ঘটনা শুনতে পাই।

এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আবুল কালাম নিজের স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফ্লোরে পড়ে থাকা আহত অবস্থায় আসমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও আবুল কালামকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, স্ত্রীর চাকরির বেতন না দেয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘাতক স্বামী আবুল কালাম বর্তমানে ট্রমাটাইজড অবস্থায় থাকায় এই মুহূর্তে বেশি কিছু জিজ্ঞাসাবাদ করা যাচ্ছেনা।