
রশিদুল ইসলাম( নিজস্ব) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা শহীদ আফজাল মিলনায়তন হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ, পাটগ্রাম ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরান হাবিব, পাটগ্রাম ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবি সিদ্দিক,পাটগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও এসডি দোহা, পাটগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুর রহমান বাবুল সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, “যেকোনো সমস্যা দ্রুত সমাধানের নীতিতে আমি বিশ্বাসী। নতুন দায়িত্ব গ্রহণ করেছি, তাই উপজেলার সার্বিক উন্নয়নে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাটগ্রাম উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের পাশে পেতে চাই।”