
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ি এলাকায়,গোল্ডেন নুর ইসলাম এর বাড়ির উঠানে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ আঞ্জুমানারা বেগম।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ব্রাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) রিপন কুমার সাহা,ডেপুটি ম্যানেজার (সেলপ) বেগম সুফিয়া,অফিসার (সেলপ) আজমিন নাহার বেগম প্রমূখ।
অনুষ্ঠানে,জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ আঞ্জুমানারা বেগম
আইনী সহায়তা কার্যক্রম বিষয়ে সচেতনতা তৈরি ও এর সেবা সম্পর্কে দিকনির্দেশনা মুলক আলোচনা ছাড়াও ব্রাকের এ কর্মসুচির প্রশংসা করে বলেন, সরকারের সহযোগী হিসেবে ব্রাক সমাজে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।
এছাড়াও,ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ অভিভাবক সভায় শিশুদের বাল্যবিবাহ হতে মুক্ত রাখতে বাল্যবিয়ের কুফল এবং যৌতুক,নারী নির্যাতন,মাদক ইত্যাদি সামাজিক ব্যাধী নির্মুলে করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত আলোচকবৃন্দগণ।