
ফরিদপুর জেলা প্রতিনিধি –
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গ্রিল কাটা ও তালা ভাঙ্গা চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো হাসিবুল দেওয়ান, রাজু শিকদার,মানিক মোল্লা।গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।তাদের কাছ থেকে কিছু চুরি করা মালামাল উদ্ধার করা হয়।মামলার তদন্তকারী অফিসার এসআই ওয়াসেক তালুকদার বলেন গত ৪ ফেব্রুয়ারি চরভদ্রাসন উপজেলার রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো: রজিউল্লাহ খান বলেন রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রিল কেটে ও তালা ভেঙে মালামাল করে চুরি করে নিয়ে নেওয়া চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়।এই ঘটনায় আরো যারা জড়িত আছে তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।