নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দেশের ২য় বৃহত্তর স্থলবন্দর বুড়িমারী দিয়ে আজ শনিবার (১ফেব্রুয়ারী) থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি পুর্বঘোষিত কর্মসূচির আলোকে আমদানি ব্ন্ধ করেছে আমদানিকারকেরা।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান পাথরের আমদানি মূল্য কমানোর যে দাবী ছিল তা কার্যকর না হওয়ায় আজ থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধের পূর্বঘোষনা ছিল তা কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য বুড়িমারী স্থলবন্দরে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক ভারতীয় ও ভূটানের পণ্য খালাস করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান