![](https://www.banglarkhabar24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব সংবাদদাতা
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) সকালে পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আফজাল মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম উপজেলা আমির হাফেজ সোয়েব আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোনোয়ার হোসেন লিটন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অলিউর রহমান সোহেল, বাংলাদেশ জামায়াত ইসলামীর পাটগ্রাম পৌর আমির সোহেল রানা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আতাউর রহমান, তদন্ত ওসি স্বপন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সমন্বয়ক, শিক্ষার্থীবৃন্দ।
এ কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।