![](https://www.banglarkhabar24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব সংবাদদাতা
বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ২০ জানুয়ারি ২০২৫ হতে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ১০ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ০২ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ০১টি মোটরসাইকেলসহ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে। এর মধ্যে ১৫ বিজিবি’র ঝাউরানী, লোহাকুচি, দিঘলটারী, মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, কুলাঘাট বিশেষ ক্যাম্প ও রামখানা সীমান্ত হতে ৩ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ১৪.৯ কেজি গাঁজা, ২১৫ পিস ভারতীয় ইয়াবা, ১৪ বোতল ভারতীয় মদ ও ৪১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২ জন আসামী আটক করা হয়েছে। এছাড়া বনচৌকি ও মোগলহাট সীমান্ত হতে ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ০৭টি ভারতীয় গরু এবং দূর্গাপুর, অনন্তপুর ও শিংঝাড় সীমান্ত হতে ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা, রামখানা ও গংগারহাট সীমান্ত হতে ১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী আটক করে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০২ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।