
(বগুড়া) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বগুড়া (দত্তবাড়ি) শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে পরিচালনা কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী গরীব ও অসহায় মানুষদের সুবিধার্থে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে মেডিকেল পরামর্শ ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এ সময় আব্দুল আউয়াল মিন্টু জানান ‘মরহুম কোকো একজন দেশের জন্য নিবেদিত প্রাণ এবং ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তার সামাজিক কাজের ধারা অব্যাহত থাকল। এই ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অনেক সাহায্যকারী হিসাবে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সাবেক পৌর মেয়র একেএম অ্যাডভোকেট মাহবুবর রহমান জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, ড. মাহাদী আমীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ. হাসানাত আলী। হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল সহ প্রমুখ।