নিজস্ব সংবাদদাতা
মাঘের কনকনে শীতে জুবুথুবু উত্তরের জেলা লালমনিরহাট। পৌষ মাসের শুরু থেকে এই জেলার পাটগ্রাম উপজেলায় কনকনে শীত ও ঠাণ্ডা বাতাস বইছে। এতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। তীব্র এই শীতকে উপেক্ষা করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের দিকনির্দেশনায় গভীর রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গুচ্ছগ্রামে বসবাসরত ৮০টি পরিবারে শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণ করেন ওই গুচ্ছগ্ৰামের সভাপতি আবু সাঈদ।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ কম্বল বিতরণ করা হয়।
রাতে কম্বল বিতরণকালে বুড়িমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলী শ্যামলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উফারমাড়া গুড়িয়াটারী গুচ্ছগ্ৰাম সভাপতি আবু সাঈদ বলেন, এ গুচ্ছগ্রামে বসবাসকারি ৮০টি পরিবারের মাঝে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কম্বল পাঠিয়েছেন। কম্বল পেয়ে আমি তৎক্ষণাৎ বিতরণ করেছি। এই শীতে কম্বল পেয়ে সবাই খুশি।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমাড়া গুড়িয়াটারি গুচ্ছগ্রামে বসবাসকারি ৮০টি পরিবারের মাঝে এই শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণের জন্য পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যে সেই কম্বল ওই গুচ্ছগ্রাম সভাপতির মাধ্যমে বিতরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান