তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে বিএনপি। আজ মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
মাইকিংয়ে বলা হয়, ‘একটি জরুরি ঘোষণা। বেতাগী উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছে, যা চাঁদাবাজির শামিল।বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করা হলো।’
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেতাগী উপজেলায় মাদক কারবারি ও অসাধু লোকজন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিস–বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব কার্যক্রম সমর্থন করে না।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।