রশিদুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতা
লালমনিরহাট পাটগ্রাম পৌর বিএনপি’র আয়োজনে সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে আজ দুপুর ২টায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় পাটগ্রাম উপজেলা একাদশ বনাম রংপুর স্যান্টস ক্লাব মুখোমুখি হবে। টুর্নামেন্টের আহবায় মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি, সাবেক সফল উপমন্ত্রী, অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট ও মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট। খেলায় পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ৭ ঘটিকায় সঙ্গীত সন্ধ্যা ‘সবার আগে বাংলাদেশ” সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সংগীত শিল্প মনির খাঁন সহ অনেকেই। গত ২১ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল। প্রতিটি খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুবসমাজকে শিক্ষা ও ক্রিড়ামূখী করতে এমন উদ্যোগ নিয়েছেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। তিনি বলেন শহীদ জিয়ার আত্মজীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরে আগামীর দক্ষ নেতৃত্বের বহিঃপ্রকাশের মাধ্যমে কর্মময় উন্নত পাটগ্রাম গড়তে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে মাদক নির্মূলেই হবে আমাদের মূল লক্ষ। তিনি এই আয়োজনের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির সকলের জন্য দোয়া কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, ওসি আশরাফুজ্জামান সরকার ছাড়াও
জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক, মোঃ আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক, আলহাজ্ব সফিকার রহমান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, সদস্য শওকত হায়াত প্রধান বাবু, সদস্য এটিজে সিদ্দিকী কাকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজু, যুগ্ম সম্পাদক আরিফ হাসান ডেভিড, সাংগঠনিক সম্পাদক, কামরুল হাসান মানিক ও হানিফ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।