নিজস্ব সংবাদদাতা
অভিযান পরিচালনা করে প্রতারণা করে কৃষকের ধান চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক শেরপুর জেলা হতে উদ্ধার।
গত ১৫/১২/২০২২ খ্রিঃ তারিখ মামলার বাদী ধান দিনাজপুরস্থ চাল কলে পাঠানোর জন্য ট্রাক ভাড়া করেন এবং যথারীতি ধান লোড করার জন্য একটি প্রতারক চক্র পাটগ্রাম বাদীর গোডাউনে আসেন।তার পুর্বে প্রতারক চক্রটি অন্যের নামে রেজিষ্ট্রেশনকৃত মোবাইল সীম ,গাড়ি নাম্বার প্লেট এবং কাগজপত্র ভুয়া ভাবে তৈরি করে যথারীতি ধান লোড করে মামলার বাদীকে কাগজ পত্র ফটোকপি দিয়ে ধান নিয়ে দিনাজপুর চাল কলের উদ্দেশ্য রওয়ানা করেন।ঐ সময় বাদী কৌশলে ড্রাইভারের একটি ছবি তুলে রাখেন এর মাঝে বাদীর সাথে এবং গাড়ির ড্রাইভার এর সাথে মোবাইল এ কথা হয় পরবর্তীতে বাদী একটু গভীর রাত হলে ড্রাইভার এর নাম্বার এ ফোন দিয়ে নাম্বার বন্ধ পান এবং সকালে চাল কল মালিককে ফোন করে ধানের ট্রাক এর কথা জিজ্ঞেস করলে চাল কল মালিক বলেন কোন ধানের ট্রাক আসে নাই তখন বাদী বিভিন্ন স্থানে খোজাখুজি করে এবং ট্রাক এর ড্রাইভার, হেলপারকে খুজতে থাকেন।কোথাও খুজে না পেয়ে পরবর্তীতে গত ২৫/০১/২০২৩ খ্রিঃ তারিখ পাটগ্রাম থানায় একটি মামলা করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে এসআই/ মোঃ মুকুল হোসেন পঞ্চম আইও হিসেবে তদন্তভার গ্রহণ করে। লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তদন্ত কার্যক্রম শুরু করেন এবং বাদীর সাথে কথা বলে বাদীর কাছ থেকে একটা ঘটনার সময়ের ছবির সূত্র ধরে তদন্ত করে মামলার মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিস্তর জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে তার নিজ জবানবন্দি প্রদানসহ সকল আসামী নাম বলে।আসামি ঘটনার সময়ের সঠিক গাড়ি নাম্বার দেন এবং গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তার দেওয়া তথ্য মতে ১৭/০১/২০২৫ খ্রিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকায় টানা ১৫ ঘন্টা বিশেষ অভিযান পরিচালনা করে তারই দেখানো ও শনাক্ত করা মতে ট্রাকটি জব্দ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান