রাব্বি সরকার: নরসিংদী জেলার সদর উপজেলায় জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, নরসিংদী পৌর এলাকার বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজাতে বিএসটিআই ঘোষিত নিষিদ্ধ স্কিনক্রিম বাজারজাত করায় এম এস এন্টারপ্রাইজ, প্রিয় সুপারশপ এন্ড কসমেটিক্স, আশরাফ কসমেটিক্স এবং ড্রিম টাচ কসমেটিক্স নামীয় প্রতিষ্ঠানসমূহের প্রতিটিকে ২৫ হাজার টাকা করে সর্বমোট টাকা ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত স্ত্রিনক্রিমসমূহ জব্দপূর্বক ধ্বংস করা হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পারভেজ এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট:) মো: আরিফ হোসেন আসিফ অংশগ্রহণ করেন।
এদিকে কিশোরগঞ্জের হোসেনপুর 'ইশা ফিলিং স্টেশন' প্রতিষ্ঠানটির ডিসপেন্সিং ইউনিটসমূহ যাচাই করে নির্ধারিত মানমাত্রার চেয়ে পরিমাণে কম সরবরাহ /বিক্রি করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তা মো: উজ্জল এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয় আমলে নিয়ে মো: হারিজ আফতাবকে অবহিত করলে সে তার কৃত অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ বিএসটিআই হতে যাচাইপূর্বক ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আঞ্চলিক অফিসের কর্মকর্তা পরিদর্শক (মেট:) শেখ রাসেল অংশগ্রহণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান