(বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপনের উদ্যোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকার একহাজার আট’শ দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার আগুনিয়াতাইড় এলাকায় ট্রাস্টের চেয়ারম্যানের বাগান বাড়ি থেকে কম্বল বিতরণ করা হয়। মহিদুল ইসলাম রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বিএনপি নেতা জহুরুল ইসলাম মাস্টার, পাকুল্লা ইউনিয়ন যুবদল নেতা রুহুল আমিন রুনু,মধুপুর ইউনিয়ন যুবদল নেতা আহসান হাবিব,স্বেচ্ছাসেবক দল নেতা মোনারুল ইসলাম ও রোস্তম আলী-সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মি। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে মোট চারহাজার পাঁচ’শটি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের উদ্দেশ্যে ট্রাস্টের চেয়ারম্যান বলেন আমি গরীব দুখী মানুষদের পাশে অনেক আগে থেকে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন,যেন আগামীতে এবারের চেয়ে আরো বেশি পরিমাণে শীতবস্ত্র দিতে পারি। ইতিপূর্বে এবং বর্তমানে একাধিক দিন অসংখ্য দরিদ্র রুগীদেরকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান