বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, বেলকা ও কাপাসিয়া ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় মাঠে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন।
বিশেষ অতিথি বক্তব্যে রাখেন বুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, কাউনিয়া এলাকা ব্যবস্থাপক মো. শাহ আলম, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক বিজয় কুমার সূত্রধর, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয় অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন বলেন, সুন্দরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বুরো বাংলাদেশ মানবিক কার্যক্রমে সারাদেশে একটি উদাহরণ তৈরি করবে। পরে অতিথিবৃন্দ পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান