ফারুক আহম্মেদ সুজন : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে রাজধানীর ফার্মগেটে অংশীজনের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমে যোগ দিয়ে বললেন, সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে। চুক্তিভিত্তিক গাড়ি নিয়ন্ত্রণেও কাজ করা হয়েছে।
এ সময় পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস মালিক শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে সড়কে নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা।
এরআগে, সড়কে চলাচল নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন তারা। পথচারীদের ফুটপাত ব্যবহার, ফুটওভার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
এছাড়া সড়কে চলাচল করা বাসের চালক, হেলপার ও যাত্রীদের মাঝেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো ইয়াসীন।