নিজস্ব সংবাদদাতা
বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ০২ জানুয়ারি ২০২৫ হতে ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ০৭ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ০৫ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ০২টি ইজিবাইকসহ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে। এর মধ্যে ১৫ বিজিবি’র ঝাউরানী, গোড়কমন্ডল, বালারহাট, শিমুলবাড়ী, গংগারহাট, কাশিপুর ও অনন্তপুর সীমান্ত হতে ৪ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ৮৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ১০.৫ কেজি গাঁজা ও ০৫ বোতল ভারতীয় মদসহ ০৫ জন আসামী আটক করা হয়েছে। এছাড়া দিঘলটারী সীমান্ত হতে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ০৩টি ভারতীয় গরু এবং দূর্গাপুর, কাশিপুর, অনন্তপুর ও রামখানা সীমান্ত হতে ১ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পাট আটক করে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান