মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
নাভারন-বুরুজবাগানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী আলতাফ হোসেন। বার্ধক্যজনিত অসুস্থতায় সোমবার ৭ জানুয়ারী রাত ১২টার দিকে নাভারনের বুরুজবাগান এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য শুভাকাক্ষী রেখে গেছেন। তিনি উপজেলার বুরুজবাগান গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
মঙ্গলবার সকাল ১১টায় নাভারন-বুরুজবাগান মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। শার্শা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার
প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি আলতাফ হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান,
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ডার মোজাফফর হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বাবলা রহমান, মতিয়ার রহমান, ইসলাম সর্দার, শহিদুল্লাহ, আব্দুল মান্নান, দিনু মল্লিক, ফজলুর রহমান, ওয়াদুদ নবী এবং কালু মিয়াসহ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া শার্শা উপজেলা বিএনপির সদস্য সচিব হাসান জহিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন এবং মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান