(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ২২০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধার আগে উপজেলার ঘাটনগর কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন কাচারিপাড়া গ্রামের মৃত রবি মালাকারের ছেলে রমেশ মালাকার (৫০) এবং তার স্ত্রী দিপালী রানী (৪৫)। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান মাদক ব্যবসায়ী রমেশ ও দিপালী রানী স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি আরো জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য একাধিক মামলা রয়েছে। এবং শুক্রবার সকালে দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান