নিজস্ব প্রতিবেদক : বেলজিয়াম রেমিট্যান্সযোদ্ধা সোনিয়া আক্তার ভাইয়ের বিরুদ্ধে স্বামীর কেনা সম্পত্তি বিক্রি করে আত্মসাৎতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সম্পত্তি রক্ষায় ন্যায়বিচার চেয়ে অন্তবর্তীকালীন সরকারের সুদৃষ্টিও প্রার্থনা করেছেন এই রেমিট্যান্সযোদ্ধা।
আজ (৪ জানুয়ারি) শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার বলেন, গত দুই যুগ থেকে আমি আমার ৩ কন্যাসহ বেলজিয়াম বসবাস করি। আমার স্বামী মো. আলমগীর হোসেন জীবিত অবস্থায় মজিদ টেক্সাটাইল মিলস লিমিটেড থেকে ২০০২ সালে নারায়নগঞ্জের সুরেশ প্লাজার ৩য় ও ৪র্থ তলার দুটি ফ্লোরের পজিশন ক্রয় করেন। ক্রয় করার পর থেকে যথারীতি জমিদারি ভাড়া সুরেশ চন্দ্র সাহার ছেলে খোকন চন্দ্র সাহা, সুভাষ চন্দ্র সাহা, জীবন চন্দ্র সাহা ও পিন্টু চন্দ্র সাহাকে প্রদান করে আসছি।
তিনি আরও বলেন, আমার মা মৃত্যুবরণ করার পর আমার ভাই মাহাবুবুর রহমান ইসমাইল আমাদের স্বাক্ষর জাল করে আমার ভাইয়ের বাল্যবন্ধু খোকন চন্দ্র সাহার সহায়তায় টিটু সাহেবের কাছে গোপনে জাল-জালিয়াতির মাধ্যমে তা বিক্রি করে দেয়। ফলে আমরা ওয়ারিশগণ বঞ্চিত হই। খোকন চন্দ্র ভাড়া উঠাতে গেলে মাতাল অবস্থায় আমার কেয়ারটেকার রাসেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। রাসেলকে লাঞ্ছিত করার অভিযোগে নারায়নগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে।
সোনিয়া আক্তার আরও বলেন, আমার ভাই মাহাবুবুর রহমান ইসমাইলের সঙ্গে যোগসাজশ করে আমার স্বামীর ক্রয়কৃত ফ্ল্যাটের ভাড়া আত্মসাতের বিষয়ে প্রতিকারের জন্য থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছে আবেদন নিবেদন করেও কোনো প্রতিকার পাইনি। আমার কেয়ারটেকার রাসেলকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিক লাঞ্ছিত করাসহ আমাকেও বিভিন্ন হুমকি প্রদান করছে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, সোনিয়া আক্তারের ভাই শামিম ও আহসানুল ইসলাম বাবুল প্রমুখ।