কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর সতর্কতা হিসেবে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক অদ্য ০৪.০১.২৫ (শনিবার) চট্টগ্রাম মহানগর-এর বিভিন্ন স্থানে গাড়ি চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয় ।
উক্ত লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের সম্মানিত পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আদালত-১১ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো সার্কেল-২-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থিসহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা ।
লিফলেটে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকগণকে নিম্নবর্ণিত নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয় :
১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীর গতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।
২. কুয়াশাচ্ছন্ন অবস্থায় হেড লাইট “লো-বিম বা ডিপার” জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। “হাই-বিম বা আপার” কুয়াশাকে আরো বেশি ঘন করে বিধায় “হাই-বিম বা আপার” জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।
৩. লেন পরিবর্তন/ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেয়ার আগে দেখা যায় না, সে সব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।
৪. ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান