মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন তুহিনকে মারধর ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কালাইয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ (২৯ডিসেম্বর) রবিবার বেলা ১২ টার দিকে কালাইয়া বন্দর সদর রোডস্থ ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন তুহিনের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কালাইয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আতাহার হোসেন সিকদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল শনিবার (২৮ডিসেম্বর) দুপুরে বাউফল হাসপাতালের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন তুহিনের ওপর হামলা করে তাকে মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তুহিনকে আহত অবস্থায় থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটি মিথ্যা মামলা দেখিয়ে গ্রেফতার দেখানো হয়।
ওই ঘটানার সময় তুহিন উপজেলা সদরে অবস্থান করছিলেন। তিনি কোনভাবেই ওই ঘটনার সাথে জড়িত নয়। কিছু সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন বাদল, কালাইয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মুন্সি, কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলাল শরীফ, বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. স্বপন মৃধা, কবির বেপারী প্রমুখ।
উল্লেখ্য, গতকাল (২৮ডিসেম্বর) শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ফেডারেশন তরমুজ ক্ষেতের দখলদারিত্ব নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার সমর্থীত বিএনপি'র ৫ নেতা-কর্মী। এঘটনায় কালাইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন তুহিনকে দায়ি করা হয়। একই দিন দুপুর ২টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার ও কৃষক দলের নেতা মিজানুর রহমান লিটু সমর্থিত বিএনপি'র একাংশ জসিম উদ্দিন তুহিনের ওপর হামলা চালায়। তুহিন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সমর্থক। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তুহিনকে থানা হেফাজতে নেয়া হয়। পরের দিন সকালে ওই ঘটনায় মামলা দেখিয়ে তুহিনকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এবিষয়ে বাউফল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কালামল হোসেন বলেন, কালাইয়া ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় বিএনপি নেতা মো. জসিম উদ্দিন তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাকে জেল হাজতে পঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান