আন্তর্জাতিক ডেস্ক,: চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ জন। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ১।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশ থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ১৪ বছরের মধ্যে এতো বড় ভূমিকম্প রোববার আঘাত হানলো।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, ভূমিকম্পে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে বাড়িতে আটকা পড়েছেন।
১৯৭০ সালে প্রদেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান