পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নববর্ষ উপলক্ষে রক্ত কণিকার দুই দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং Logo পাটগ্রামে ভ্যান চালক জহুরুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাটগ্রামে আগাছা নাশক ঔষধ দিয়ে ভুট্টার আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

  নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রত্যন্ত সীমান্ত বেলের বাড়ী গ্রামের ৬নং ওয়ার্ড শৌলমারীর শাহাদত হোসেন বাবুল বিডিআর এর ২২ শতক জমির ভূট্টার আবদ রাতের অন্ধকারে আগাছা নাশক ঔষধ স্প্রে করে ঝলসে দিয়েছে  দুর্বৃত্তরা।

সরে জমিনে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সকালে শ্রীরামপুরের বেলের বাড়ী  গ্রামে  গিয়ে দেখা যায় ওই জমির ঝলসে যাওয়া ভূট্টার আবাদ দেখতে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসী তাদের মধ্যে চানো বেগম জানান, ভুট্টার আবাদ ভাল হয়ে ছিল কিন্তু পাশের গ্রামের সলেমান ও বকুলদের সাথে এই জমির মামলার জের ধরে রাতের বেলা ঔষধ দিয়ে আবাদ নষ্ট করা হয়েছে বলে অনুমান করা যায়। 

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গফফার হোসেন বলেন এ রকম ঘটনায় তাৎক্ষনিক জানতে পারলে শতর্কতামুলক এন্টি স্প্রে দিয়ে আবাদ বাঁচানো সম্ভব। তবে অতিরিক্ত স্প্রের কারনে জমির আবাদ ঝলসে গিয়েছে, ফসল পাওয়ার সম্ভবনা কম। ফসল নস্ট বিষয়ে একটি অভিযোগ আমাদের অফিসে জমা হয়েছে। 

৬নং ওয়ার্ড ইউপি সদস্য নবীর হোসেন জানান, আবদ নস্ট করার খবর পেয়ে আমি দেখতে এসেছি বাবুল ভাই বিডিআর এর চাকুরী থেকে অবসর গ্রহন করার পর চাষাবাদ করে সংসার চালায়, এ ক্ষতি কাটিয়ে উঠতে তার কস্ট হবে। 

শাহাদাত হোসেন বাবুল জানান আগাছা নাশক ঔষধ দিয়ে আবাদী ফসল নস্ট করার লিখিত অভিযোগ পাটগ্রাম থানায় দিয়েছি। এ ছাড়া পাটগ্রাম উপজেলা কৃষি অফিসেও লিখত জানিয়েছি। 

অপর আর এক  ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন বলেন  ফোনে জিরাত নস্ট করার খবর পেয়ে দেখতে এসেছি এটা বাবুল ভাইয়ের রিজিকের জিনিস ও দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।  

Tag :
জনপ্রিয় সংবাদ

নববর্ষ উপলক্ষে রক্ত কণিকার দুই দিনব্যাপী ফ্রী ব্লাড ক্যাম্পিং

পাটগ্রামে আগাছা নাশক ঔষধ দিয়ে ভুট্টার আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০১:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

  নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রত্যন্ত সীমান্ত বেলের বাড়ী গ্রামের ৬নং ওয়ার্ড শৌলমারীর শাহাদত হোসেন বাবুল বিডিআর এর ২২ শতক জমির ভূট্টার আবদ রাতের অন্ধকারে আগাছা নাশক ঔষধ স্প্রে করে ঝলসে দিয়েছে  দুর্বৃত্তরা।

সরে জমিনে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সকালে শ্রীরামপুরের বেলের বাড়ী  গ্রামে  গিয়ে দেখা যায় ওই জমির ঝলসে যাওয়া ভূট্টার আবাদ দেখতে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসী তাদের মধ্যে চানো বেগম জানান, ভুট্টার আবাদ ভাল হয়ে ছিল কিন্তু পাশের গ্রামের সলেমান ও বকুলদের সাথে এই জমির মামলার জের ধরে রাতের বেলা ঔষধ দিয়ে আবাদ নষ্ট করা হয়েছে বলে অনুমান করা যায়। 

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গফফার হোসেন বলেন এ রকম ঘটনায় তাৎক্ষনিক জানতে পারলে শতর্কতামুলক এন্টি স্প্রে দিয়ে আবাদ বাঁচানো সম্ভব। তবে অতিরিক্ত স্প্রের কারনে জমির আবাদ ঝলসে গিয়েছে, ফসল পাওয়ার সম্ভবনা কম। ফসল নস্ট বিষয়ে একটি অভিযোগ আমাদের অফিসে জমা হয়েছে। 

৬নং ওয়ার্ড ইউপি সদস্য নবীর হোসেন জানান, আবদ নস্ট করার খবর পেয়ে আমি দেখতে এসেছি বাবুল ভাই বিডিআর এর চাকুরী থেকে অবসর গ্রহন করার পর চাষাবাদ করে সংসার চালায়, এ ক্ষতি কাটিয়ে উঠতে তার কস্ট হবে। 

শাহাদাত হোসেন বাবুল জানান আগাছা নাশক ঔষধ দিয়ে আবাদী ফসল নস্ট করার লিখিত অভিযোগ পাটগ্রাম থানায় দিয়েছি। এ ছাড়া পাটগ্রাম উপজেলা কৃষি অফিসেও লিখত জানিয়েছি। 

অপর আর এক  ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন বলেন  ফোনে জিরাত নস্ট করার খবর পেয়ে দেখতে এসেছি এটা বাবুল ভাইয়ের রিজিকের জিনিস ও দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।