তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এর ঘর পোড়ানো মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও স্থানীয়রা।
আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০ টাবরগুনা প্রেসক্লাবের সামনে বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক মাস্টারের ঘরে আগুন দেয়া মামলার আসামি ফারুক মোল্লা, বেলাল মোল্লা, ফরিদ মোল্লা, পনু মোল্লা, ও রহিম মোল্লা সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরগুনা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও এলাকাবাসি।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, শামসুল হক মাস্টার একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, তার পুত্রবধূ ও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা একজন শিক্ষকের ঘরে আগুন দিয়ে তার সবকিছু পুড়ে ছাই করে দিয়েছে এই দুর্বৃত্তরা। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি করছেন। অন্যথায় শিক্ষকগণ আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। শামসুল হক মাস্টারের পুত্রবধূ সহকারী শিক্ষক নাজমা বেগম বলেন, আসামিদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। তারা আমাদের প্রায় দুই একর জমি জোরপূর্বক দখল করেছে। গত ১৭ ডিসেম্বর আমার শ্বশুর- শাশুড়ি আমাদের বরগুনা বাসায় বেড়াতে আসলে রাতে তারা ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন তাদের দেখে ফেললে তারা তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।আমার স্বামী বাদী হয়ে বেতাগী থানায় জিআর ১১৯/২৪ নং মামলা করলেও আসামিদের ধরা হচ্ছে না। এখন আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা এর দ্রুত বিচার চাই।
তিনি আরও বলেন, এতো অভিযোগের পরেও তাদের কে কেন প্রশাসন গ্রেফতার করছেনা বুঝতে পারছি না। তারা সব ম্যানেজ করে প্রশাসনের নাকের ডগায় ঘুরছে,তাহলে কি এ দেশে কোন বিচার ব্যবস্থা নেই।তবে কি দুর্বৃত্তরা প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব অপকর্ম করে? আমি এ মানববন্ধনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে ন্যায় বিচার চাই।
প্রত্যক্ষদর্শী সোহেল মোল্লা বলেন, আমার চাচা মৌলভী শামসুল হক মোল্লা একজন নম্র ভদ্র মানুষ তিনি সারা জীবন মানুষের জানাজা দাফন-কাফন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন।আসামিরা আমার চাচার ঘরে শত্রুতামূলক আগুন ধরিয়েছে। তারা এখনো আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা আসামিদের দ্রুত বিচারের দাবি জানাই।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, আসামিদের ধরতে চেষ্টা চলছে। পুলিশ সুপার ও সার্কেল মহোদয়ের নির্দেশনায় আমরা তদন্ত করছি।