নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গরীব অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতারণ।
আজ সকাল ৯ টায় পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড শাখায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১৬ পাটগ্রাম-হাতীবান্ধা-১ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর আমির সোহেল রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর সেক্রেটারি মিরু হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর যুব বিভাগের সেক্রেটারি মাহিন ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল বাতেন। এসময় পাটগ্রাম পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের সভাপতি/সম্পাদক সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।