তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে কুসুমবাগ নামে একটি আবাসিক হোটেল বন্ধ ও দুই নারীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে গণমাধ্যম কর্মীদের তথ্যে আমতলী আবদুল্লাহ মার্কেটের বিপরীতে কুসুমবাগ হোটেলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের উপস্থিতিতে হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দুই নারীকে আটক করা হয়। একইসাথে, বৈধ কাগজপত্র না থাকায় হোটেলটিকে বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে ম্যানেজ করে মসজিদের পাশে কুসুমবাগ হোটেলে দীর্ঘ দিন ধরে চলছে এ ধরণের অবৈধ কর্মকাণ্ড। পুলিশ অভিযান করলে কিছুদিন বন্ধ থাকার কুসুমবাগ হোটেলের মালিক কৌশলে আবার অবৈধ ব্যবসা শুরু করেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম জানান,’ ভবিষ্যতে আমতলীর কোন হোটেলে যাতে কেউ এ ধরণের অবৈধ কর্মকাণ্ড করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।