লালমনিরহাট প্রতিনিধি
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জংগ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যাক্তিকে বেধড়ক মারপিট ও মোবাইল ফোন ভাঙ্গার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামায় বিবাদী করে পাটগ্রাম থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী একই এলাকার নাজমুল হুদা (৪৫)। বর্তমানে তিনি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে বজলুল হুদা (৩৮), সামাদের ছেলে সাঈদ (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো। শত্রুতার এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে নাজমুল হুদাদের জমিতে জোরপূর্বক টয়লেট নির্মাণ করতে গেলে বাধা দেন নাজমুল। এমতাবস্থায় লাঠিসোটা দিয়ে নাজমুল হুদাকে মারধর করা হয় এবং তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেয় বিবাদী বজলুল হুদা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে অভিযোগকারী নাজমুল হুদা বলেন, "বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।" তিনি ন্যায়বিচারের দাবি জানান প্রশাসনের কাছে।
এ বিষয়ে বিবাদী বজলুল হুদার কাছে জানতে চাইলে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান