(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তুফান সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক এবং একাধিক হত্যাকাণ্ডসহ ১৪টি মামলার আসামি।
বগুড়া জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় ডিবি, বগুড়ার একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চক সূত্রাপুর কসাইপাড়া থেকে তুফান সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তুফান সরকারে বিরুদ্ধে হত্যাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে, যার মধ্যে ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মাদক ব্যবসা এবং দুর্নীতি সম্পর্কিত মামলা অন্তর্ভুক্ত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান