তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের সংযোগস্থলে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। ৬ মাস আগে এই স্থানের আয়রন ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন বর যাত্রী নিহত হয়। এরপর ব্রিজটি নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তাই মানুষের পারাপারের সুবিধার্থে স্থানীয়দের অর্থায়নে গাছ, কাঠ এবং টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে পুলটি।
বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫-২০০৬ অর্থ বছরে উপজেলার হলদিয়া এবং চাওড়া ইউনিয়নের সংযোগস্থলে নির্মাণ করা হয় ৮৫ মিটার দৈর্ঘ্যের লোহার সেতু। যেটি অনেক আগেই চলাচল অনুপোযোগী হয়ে গেলে স্থানীয়রা জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার অব্যাহত রাখে। এমন অবস্থায় চলতি বছরের ২২ জুন সেতুটি ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত হন বিয়ের ৯ যাত্রী। যার সবাই ছিল নারী ও শিশু।
এরপর ব্রিজটি নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন দু’পাড়ের লক্ষাধিক মানুষ। তাই মানুষের পারাপারের সুবিধার্থে আমতলী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদের নেতৃত্বে স্থানীয়রা উদ্যোগ নেন স্বেচ্ছাশ্রমে কাঠের পুল নির্মাণের। স্থানীয়দের একমাসের চেষ্টায় নির্মিত হয়েছে ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থ কাঠের এই পুলটি। যার গাছ, কাঠ এবং টাকা সবকিছুই দিয়েছে এলাকার মানুষ। তাদের দাবি, ওই এলাকার এমন ঝুঁকিপূর্ণ সব ব্রিজ সরকার নির্মাণ না করা পর্যন্ত স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করবেন।
সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম স্বপন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর আমরা জনপ্রতিনিধিরা এতদিনে নতুন করে নির্মাণ করতে সক্ষম হইনি। তবে এলাকার দু’জন মানবিক মানুষ মকবুল আহমেদ ও নান্নু মোল্লার নেতৃত্বে একটি কাঠের পুল নির্মাণ করা হয়েছে। যা দেখে আমরা খুশি হয়েছি এবং এলাকার মানুষের মাঝে আনন্দ বইছে।
আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন বলেন, গত ২২ জুন আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ার পর দু’পারের লক্ষাধিক মানুষ পারাপারে চরম ভোগান্তির মধ্যে পড়ে। কিন্তু এমন ভোগান্তির পরও সরকারি, বেসরকারি অথবা জনপ্রতিনিধিরা কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি। পরে এলাকার যুব সমাজের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঠের পুলটি নির্মাণ করেছে, যা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি আরও বলেন, নিজ নিজ এলাকার ছোট সমস্যাগুলো সরকারের অপেক্ষা না করে স্থানীয়রা এভাবে সমাধানের উদ্যোগ নিলে একটি দেশ দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে।
আমতলী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর দুই ইউনিয়নের মানুষ বিশেষ করে নারী, শিশু ও রোগী পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই মানুষের ভোগান্তির কথা চিন্তা করে এলাকার সব মানুষের সহযোগিতায় আমরা কাঠের পুলটি নির্মাণ করতে পেরেছি।
তিনি বলেন, এ কাজে এলাকার মানুষ গাছ, কাঠ এবং টাকা দিয়েও সহযোগিতা করেছে। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে সবাই কাজ করেছে। কেউ কোনো টাকা পয়সা দাবি করেনি।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আশরাফুল আলম বলেন, স্থানীয়দের এমন উদ্যোগ সারাদেশের জন্য অনুকরণীয় একটি কাজ। সরকারের অপেক্ষা না করে স্থানীয় ছোট ছোট সমস্যাগুলো এভাবে সমাধান করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমে যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান