তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রয় করে আসছে শিপন দাস। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের দক্ষিণ গলির স্বপন ট্রেডার্সে অভিযান চালায় দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
এ সময় দোকান মালিক শিপন দাসের পকেট থেকে ২২৯ পিস ইয়াবা উদ্ধার করে শিপন দাসকে আটক করা হয়।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ।
আটক শিপন দাস (৪৫) পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের প্রবীণ ব্যবসায়ী মৃত স্বপন দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায় সাথে জড়িত।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পাথরঘাটা বাজারের একটি হার্ডওয়্যার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানের মালিক শিপন দাসের শরীর তল্লাশি করে কোস্টগার্ডের সদস্যরা।
এ সময় তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তখন তার সাথে থাকা ইয়াবা বিক্রির নগদ ১৪`শ ৪০ টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়। পরে আটক ইয়াবা ব্যবসায়ীকে জব্দকৃত সব আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।