(বগুড়া) প্রতিনিধি : আসন্ন “বড়দিন-২০২৪” উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপএম। সভায় বিভিন্ন উপজেলা হতে আগত খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন। এসময় পুলিশ সুপার বলেন আসন্ন বড়দিন-২০২৪ উদযাপনে জেলার গীর্জাসমূহের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে ইতোমধ্যেই জেলা পুলিশের প্রতিটি ইউনিট কার্যক্রম শুরু করেছে। এছাড়াও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান